DBC News
নাট্যচক্রের নাটক 'একা এক নারী'

নাট্যচক্রের নাটক 'একা এক নারী'

শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল নাট্যচক্রের নতুন নাটক একা এক নারী। নোবেল বিজয়ী নাট্যকার দারিয়ো ফো ও তার স্ত্রী ফ্রাংকা রাম যৌথ প্রচেষ্টায় রচনা করেছেন বিশ্বখ্যাত বেশকিছু নাটক। 

এর মধ্যে অন্যতম আ ওম্যান এলোন নাটকটি। অধ্যাপক আব্দুস সেলিমের অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ। তনিমা হামিদের একক অভিনয়ে মঞ্চায়িত নাটকটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দেশবরেন্য সংস্কৃতিজনেরা।

নাটকটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ ও নাট্যজন ফেরদৌসী মজুমদার। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন মাহমুদ সাজ্জাদ, ম হামিদ ও ফাল্গুনী হামিদ। তনিমা হামিদের প্রানবন্ত অভিনয়ে মঞ্চস্থ হয় নাট্যচক্রের ৫৪ তম প্রযোজনা।