DBC News
এস এম সুলতান স্মরণে পটচিত্র কর্মশালা

এস এম সুলতান স্মরণে পটচিত্র কর্মশালা

'অশুভের জয় মানবতার পরাজয়' চিত্রশিল্পী এস এম সুলতানের এই বাণী স্মরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিনের পটচিত্র কর্মশালা।
সকালে চারুকলা বিভাগের সম্প্রসারিত ভবনে কর্মশালার উদ্বোধন করেন কলা ও মানবিক অনুষদের ডীন ডক্টর মোজাম্মেল হক।

কর্মশালায় সভাপতিত্ব করেন এস এম সুলতান গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মহিবুর রউফ শৈবাল। তিনদিনব্যাপী কর্মশালায় পটচিত্র নিয়ে আলোচনা, ক্যানভাস ও প্রাকৃতিক রং প্রস্তুত, পড়ো চিত্র অংকনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

বহির্বিশ্বে এস এম সুলতানের জীবনের নানা দিক তুলে ধরতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা।