DBC News
'জীবন ও উৎস' শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনী

'জীবন ও উৎস' শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনী

শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে চলছে দলীয় চিত্রকর্ম প্রদর্শনী 'জীবন ও উৎস'। 'মেধায় ও শ্রমে নারী সমানে সমান' এই স্লোগানে ১৮ জন পেশাদার ফটোগ্রাফারের ৭১টি আলোকচিত্র নিয়ে চলছে এই আয়োজন।

সংসার ও পেশাগত জায়গায় সমানতালে কাজ করে যাওয়া নারীদের শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। প্রদর্শনীর আয়োজক মানুষের জন্য ফাউন্ডেশন।

আলো ছায়ার খেলায় চিত্রগ্রাহকরা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের নারীদের কর্মময় জীবন ধারার নানান প্রতিচ্ছবি।