DBC News
'আমলনামার ভিত্তিতে দেয়া হবে নৌকার টিকিট'

'আমলনামার ভিত্তিতে দেয়া হবে নৌকার টিকিট'

সাক্ষাৎকার নয়, মনোনয়ন প্রত্যাশীদের আমলনামার ভিত্তিতেই দেয়া হবে নৌকার টিকিট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমনটিই ইঙ্গিত দিয়েছেন। আর দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

শুক্রবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। চারদিনে ফরম বিক্রি হয়েছে চার হাজার তেইশটি। গত সংসদ নির্বাচনের সময় তা ছিল ২৬০০। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ১২ কোটি ৬ লাখের বেশি টাকা।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘অনেক মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা মনে করেছেন, তাদের ব্যক্তিগত ইমেজ, তাদের জনপ্রিয়তা, তাদের যে বাংলাদেশের প্রতি কমিট্মেন্ট, তার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের মত একটি প্রতিষ্ঠানের নেতাকর্মী যদি সঙ্গে থাকে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা যদি তার সঙ্গে যোগ হয়, তাহলে তাদের এমপি হওয়ার সুযোগটা বেড়ে যায়। এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম অনেক বেশি বিক্রি হয়েছে।’

এবার বরগুনা ১ আসনে সবচেয়ে বেশী ৫২টি ফরম বিক্রি হয়েছে।  আর দলের সভাপতি শেখ হাসিনার গোপালগঞ্জ ৩, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের গোপালগঞ্জ ২ এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালী ৫সহ ৭ টি আসনে ফরম বিক্রি হয়েছে একটি করে।

বুধবার থেকে দলের মনোনয়ন বোর্ড প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে।  তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, অতীত রেকর্ডের ভিত্তিতেই দেয়া হবে মনোনয়ন।

ওবায়দুল কাদের বলেন, ‘দশ বছরের জরিপ প্রতিবেদনগুলো ক্রমান্বয়ে আপডেট করতে করতে সবশেষ সে প্রতিবেদন এসেছে, সবগুলোর উপর ভিত্তি করেই মনোনয়ন দেয়া হবে।’

এদিকে, আসনভিত্তিক দলীয় প্রার্থী ঠিক হওয়ার পরেই জোটের শরীকদের সঙ্গে আসন ভাগাভাগি করতে চায় আওয়ামী লীগ।.

আরও পড়ুন

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয়

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয়লাভ করেছে। মোট ১৭ টি পদের মধ্যে ১৪টিতেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থী জয়ী হন। জাতীয় প্রেস ক...

'মাহবুব তালুকদার সত্য কথা বলেননি'

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই—নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মঙ্গলবা...

'বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির বেলুন'

বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন। যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে তা চুপসে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ক...

'মাহবুব তালুকদার সত্য কথা বলেননি'

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই—নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মঙ্গলবা...