DBC News
'৭ দিনের বেশি নির্বাচন পেছানোর দাবি অবাস্তব'

'৭ দিনের বেশি নির্বাচন পেছানোর দাবি অবাস্তব'

পর্যবেক্ষকদের কারণে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে হবে- এমন যুক্তি অবাস্তব বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও জানান, সংসদীয় বোর্ডের তিন সদস্য অসুস্থ থাকায় তাদের প্রতিনিধিত্ব করার জন্য তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তিনজন হলেন, ড. আবদুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান ও রমেশ চন্দ্র সেন।

এর আগে, গত রবিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিশনকে সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন পেছানোর পরামর্শ দেন। তিনি বলেন, 'নির্বাচন পেছালে আওয়ামী লীগের আপত্তি নেই, তবে নির্বাচন কমিশন যেন সব দলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।' 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানিয়েছি। এখন নির্বাচন পেছাবে কী পেছাবে না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচনের শিডিউল সংক্রান্ত সব বিষয় নির্বাচন কমিশনের এখতিয়ারে।'

এদিকে, আজ মঙ্গলবার সকালে, রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর আর কোনও সুযোগ নেই।'

এ সময়, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও নির্বাচন কমিশন যেন আস্থাহীনতার পরিচয় না দেয় এবং ব্যক্তিগত ব্যর্থতার দায়ে যেন কমিশন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়েও, সজাগ থাকতে রির্টানিং কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন সিইসি।

আরও পড়ুন

'নির্বাচনে বড় দলের অংশ না নেয়া হতাশাজনক'

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে অংশগ্রহণমূলক না হলেও উপজেলা নির্বাচন...

ঢাকার ২৪৮টি হাসপাতাল অগ্নিকাণ্ডের ঝুঁকিতে

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপনে নতুন করে ভাবতে শুরু করেছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিজস্ব কর্মীদের প্রশিক্ষণের...

'নির্বাচনে বড় দলের অংশ না নেয়া হতাশাজনক'

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে অংশগ্রহণমূলক না হলেও উপজেলা নির্বাচন...

ডা. জাকিয়া নুরের শপথ গ্রহণ

একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন। আজ শনিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংস...