DBC News
'নির্বাচন পেছানোর আর কোনও সুযোগ নেই'

'নির্বাচন পেছানোর আর কোনও সুযোগ নেই'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর আর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে, রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে একথা জানান সিইসি।

এ সময়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও নির্বাচন কমিশন যেনো আস্থাহীনতার পরিচয় না দেয় এবং কারও ব্যক্তিগত ব্যর্থতার দায়ে যেন কমিশন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও সজাগ থাকতে নির্দেশ দেন সিইসি।

সিইসি বলেন, 'নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব রির্টানিং কর্মকতাদের। তাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে, আপনাদের ওপর মানুষের সন্দেহ তৈরি হবে না বলেও। জনগণের ভোটাধিকার প্রয়োগ করার দায়িত্ব নিতে হবে মন্তব্য করে, রাজনীতিবিদদের প্রতিপক্ষ হিসেবে গ্রহণ না করার জন্যও রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান কে এম নুরুল হুদা।

প্রধান নির্বাচন কমিশনা আরও বলেন, 'এবারের নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি হবে। দলীয় সরকার বহাল থেকেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেটা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করতে হবে।'

এ সময় রাজনৈতিক দলগুলোর কাছে মাথা নত না করার নির্দেশ দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

এর আগে, গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইভিএম মেলায় দেয়া বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ২৩শে ডিসেম্বরের পরিবর্তে ৩০শে ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখের ঘোষণা দেন। পরে সন্ধ্যায় নির্বাচনের পুনঃতফসিলের প্রজ্ঞাপন জারি করা হয়।

সাতদিন পিছিয়ে ৩০শে ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ ঠিক করে জাতীয় নির্বাচনের পুনঃতফসিলের প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হবে ২৮শে নভেম্বর। এছাড়া যাচাইবাছাই ২রা ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ৯ই ডিসেম্বর ঠিক করা হয়েছে।

গতকাল ইভিএম মেলায় দেয়া বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আমরা সব সময় বলে এসেছি, আমাদের বিশ্বাস, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটের নতুন তারিখ নির্ধারণ করার এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।'

এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন একমাস পেছানোর দাবিতে আগামীকার বুধবার বেলা ১২টায় নির্বাচন কমিশনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।মঙ্গলবার দুপুরে, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা শেষে এমন অভিযোগ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এর আগে সোমবার, নির্বাচন এক মাস পেছানোর দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট অনড় থাকবে বলে জানায় জোটের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

আরও পড়ুন

'নির্বাচনে বড় দলের অংশ না নেয়া হতাশাজনক'

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে অংশগ্রহণমূলক না হলেও উপজেলা নির্বাচন...

ঢাকার ২৪৮টি হাসপাতাল অগ্নিকাণ্ডের ঝুঁকিতে

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপনে নতুন করে ভাবতে শুরু করেছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিজস্ব কর্মীদের প্রশিক্ষণের...

'নির্বাচনে বড় দলের অংশ না নেয়া হতাশাজনক'

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে অংশগ্রহণমূলক না হলেও উপজেলা নির্বাচন...

ডা. জাকিয়া নুরের শপথ গ্রহণ

একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন। আজ শনিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংস...