DBC News
 বামজোটের নির্বাচনি প্রস্তুতি

 বামজোটের নির্বাচনি প্রস্তুতি

নির্বাচনে অংশ নিলে কত আসনে প্রার্থী দেবে তা এখনও ঠিক করেনি বাম জোট। তবে জোটের অন্যতম শরীক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র ৮০ থেকে ৯০টি আসনে প্রার্থী রয়েছে বলে জানিয়েছে। আর অন্যদলগুলো খুব শিগগিরই প্রার্থী চূড়ান্ত করবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনো নিজেদের অবস্থান পরিস্কার করেনি বাম গণতান্ত্রিক জোট। তবে, নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েই এগুচ্ছে তারা।

আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান। নির্বাচনে যাওয়া প্রসঙ্গে মঞ্জুরুল আহসান খান বলেন, 'এই নির্বাচনটাই এখন আন্দোলন। এই নির্বাচনকে উপলক্ষ্য করেই আমাদেরকে সকল মানুষের কাছে যেতে হবে। সাধারণ মানুষের স্বার্থে যে রাজনীতি, সে রাজনীতি আমাদেরকে করতে হবে।'

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেয়া প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এ উপদেষ্টা বলেন, 'আমাদের দলের নিজস্ব প্রার্থী প্রায় ৮০ থেকে ৯০ জনের মত। তবে তাদের এখনও যাচাই বাছাই করা হচ্ছে।'

আর নির্বাচনে অংশ নেয়ার কথা মাথায় রেখে জোটভুক্ত আটটি বাম দলই আলাদা আলাদা প্রার্থী তালিকা চূড়ান্ত করছে।

এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, 'এই নির্বাচনকে আমরা একটা আন্দোলন হিসেবে দেখেই আমরা নির্বাচনে অংশ নিতে চাইবো।'

এছাড়া প্রার্থীতা দেয়া প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, 'আমাদের দলে যারা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। তাদের একটি বাছাই প্রক্রিয়া শুরু হবে। গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলের বিভিন্ন শাখা এবং অঞ্চলগুলো তাদের প্রস্তাব দেবেন আমাদের মনোনয়ন বোর্ড এর কাছে। মনোনয়ন বোর্ড সেগুলো বাছাই করে চূড়ান্ত করে কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করবে।'

সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের দিন আরও এক সপ্তাহ পেছানোসহ সংলাপ চালিয়ে যাওয়ার কথাও বলেছেন বাম জোটের নেতারা।