DBC News
নির্বাচন এক মাস পেছানোর দাবিতে অনড় ঐক্যফ্রন্ট

নির্বাচন এক মাস পেছানোর দাবিতে অনড় ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট অনড় থাকবে বলে জানিয়েছেন, জোটের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। আজ সোমবার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে জোটের কয়েকজন নেতা বৈঠকে বসেন। বৈঠকের পর এ কথা জানান রব। 

তিনি বলেন, 'ঐক্যফ্রন্টের কয়েকজন নেতার আজ নির্বাচনে কমিশনে যাওয়ার কথা ছিলো। কিন্তু কমিশন থেকে সময় না পাওয়ায় তারা আর যাননি। পরে ড. কামালের চেম্বারে অনুষ্ঠিত বৈঠকের পর আ স ম আব্দুর রব বলেন, '৩০শে ডিসেম্বরের একদিন পরেই ইংরেজী নববর্ষ। ঐদিন দেশে কোনও কূটনীতিক ও বিদেশি পর্যবেক্ষক থাকবে না। তাই সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্বাচন বানচাল করতে এই কাজ করছে।'

এ সময় তিনি আরও বলেন, 'ঐক্যফ্রন্ট তাদের দাবিতে অনড় থাকবে। নির্বাচন পেছানোর ব্যাপারে আমাদের দাবি মানা না হলে, আগামীকাল বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।' সরকার নির্বাচন চাইলে আলোচনা করে পুনঃতফসিল দেয়া সম্ভব বলেও মন্তব্য করেন, আ স ম আব্দুর রব।

গেলো কয়েকদিন ধরেই জাতীয় ঐক্যফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছিলো। এ জন্য আজ সকালে নির্বাচনের তারিখ ২৩শে ডিসেম্বরের পরিবর্তে ৩০শে ডিসেম্বর ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এদিকে, তফসিল ঘোষণার আগে থেকেই ঐক্যফ্রন্টের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ৮ই নভেম্বর তফসিল ঘোষণা হলে গতকাল রবিবার ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানায়। তবে তারা নির্বাচনের তারিখ এক মাস পেছানোরও দাবি জানায়।

আরও পড়ুন

'নির্বাচনে বড় দলের অংশ না নেয়া হতাশাজনক'

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে অংশগ্রহণমূলক না হলেও উপজেলা নির্বাচন...

ঢাকার ২৪৮টি হাসপাতাল অগ্নিকাণ্ডের ঝুঁকিতে

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপনে নতুন করে ভাবতে শুরু করেছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিজস্ব কর্মীদের প্রশিক্ষণের...

'নির্বাচনে বড় দলের অংশ না নেয়া হতাশাজনক'

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে অংশগ্রহণমূলক না হলেও উপজেলা নির্বাচন...

ডা. জাকিয়া নুরের শপথ গ্রহণ

একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন। আজ শনিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংস...