DBC News
জাপানে চাকরি বিষয়ক কর্মশালা

জাপানে চাকরি বিষয়ক কর্মশালা

জাপানের টোকিওতে বসবাসকারী বিদেশীদের নতুন চাকরিতে প্রবেশ ও চাকরি ভিসায় পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টোকিও থেকে আব্দুল্লাহ আল মামুন জানান, কর্মশালায় পরামর্শ দেন সাদিয়া টেক কোম্পানির উপদেষ্টা আটসুকি কোনোমুড়া। তিনি চাকরি প্রার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি যোগ্যতা যাচাই করতে আহবান জানান। এছাড়া প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ সানাউল হক প্রার্থীদের চাকরি বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। 

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পিয়ারুল ইসলাম, হার্নেক সিং-সহ চাকরিতে প্রবেশ বা চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক বাংলাদেশী, নেপালী এবং শ্রীলঙ্কার নাগরিকরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

কুয়েতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুয়েতে স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আবাহনী ক্লাব কুয়েত। আল সুররা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ক্লাব কুয়েত জিলিব প্রবাসী ক্লাব...

চীনে ক্রস-স্ট্রেট প্রদর্শনী অনুষ্ঠিত

চীনের ফুজিয়ান প্রদেশের নীংদা শহরে ১০তম চীন ক্রস-স্ট্রেট বৈদ্যুতিক মোটর প্রদর্শনী এবং ২০তম নীংদা ইনভেস্টমেন্ট ফেয়ার, ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১৩ই জুন থেকে ১৫ই জুন...

র‌্যাব ডিজির ডক্টরেট ডিগ্রি লাভ

ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘আমাদের জাতীয় অর্থনীতিতে বাং...

'এমডিদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে'

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রী না থাকলে দেশের বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বা এমডি হওয়া যাবে না। শুধু তাই নয়, শিক্ষাজীবনের কোন...