DBC News
প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি'র প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডিএনসিসির প্রধান তথ্য কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। ওসমান গণি গত জুলাইয়ের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাজধানীর বারডেমে চেকআপ করালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। গত ১৪ অগস্ট উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়। 

গত বছরের ৪ঠা সেপ্টেম্বর ওসমান গণিকে প্যানেল মেয়র হিসেবে নিয়োগ দেয় সরকার। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর থেকে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওসমান গণি। ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।