DBC News
'আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেই এমপিওভুক্ত করা হবে'

'আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেই এমপিওভুক্ত করা হবে'

আগ্রহী সব শিক্ষাপ্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে, সচিবালয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এ সময় বেতনভাতা বৃদ্ধি, উৎসবভাতা, কল্যাণ তহবিলের জটিলতা দূর করার কাজটি সরকারের বিবেচনায় আছে এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, 'যাচাই বাছাই করে যেসব প্রতিষ্ঠানের সব কিছু সঠিক রয়েছে তাদেরকেই আমরা এমপিওভুক্ত করবো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠ পর্যায়ে যাচাই বাছাই চলছে। এই যাচাই বাছাই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

শিক্ষামন্ত্রী বলেন, 'এবার নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। এরইমধ্যে ‘নন এমপিও’ প্রতিষ্ঠানের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা হয়েছে। স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৪শ ৯৮টি আবেদন অনলাইনে জমা পড়েছে। এতোগুলো প্রতিষ্ঠানের আবেদন যাচাই বাচাই করা অনেক সময়ের ব্যাপার।'


প্রসঙ্গত, নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার দাবিতে প্রায় গতবছর শুরু হয় শিক্ষকদের আন্দোলন। দাবি আদায়ে প্রায় পাঁচ মাস আন্দোলন করেন বেসরকারী স্কুলের শিক্ষকরা। এ সময় প্রচন্ড শীত উপেক্ষো করেও তারা অনশন কর্মসূচি অব্যাহত রাখেন। পরে, প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভঙ্গ করে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান শিক্ষকরা। ২০১৮-১৯ বাজেটে এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট কিছু না থাকায় শিক্ষকরা আবার আন্দোলনে নামেন।

এর পর চলতি বছরের ১১ই জুন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক অনুষ্ঠানে জানান, 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। বাজেটে উল্লেখ না থাকলেও, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ দেয়া হয়েছে, সেটি ফয়সালা করে এমপিওভুক্ত করা হবে।'


পরে, শিক্ষা মন্ত্রণালয় ১২ই জুন এমপিও নীতিমালা ২০১৮'র ঘোষণা দেয়। এ নীতিমালা নিয়েও আন্দোলনরত শিক্ষকরা আপত্তি জানান।

 

আরও পড়ুন

ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ’র সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই। শুক্রবার সন্ধ্যা ৭:৪৯মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে...

'রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া সরকারের ব্যর্থতা নয়'

রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া সরকারের কুটনৈতিক ব্যর্থতা নয়, রোহিঙ্গাদের অনিচ্ছার কারণেই তাদের ফেরত পাঠানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ...

জাবিতে গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

অপরিকল্পিত ভাবে গাছ কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হলভবন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। বিকেলে ব...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন

অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে আর কোনও সরকার যেন ক্ষমতা দখল করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষ...