DBC News
দেবী'র ১১১তম মঞ্চায়ন

দেবী'র ১১১তম মঞ্চায়ন

'মিসির আলী' সিরিজের একটি অনন্য সৃষ্টি দেবী। গল্পের জাদুকর হুমায়ূন আহদেমের এই উপন্যাস অবলম্বনে রচিত হয়েছে মঞ্চনাটক ‘দেবী’। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ করে নাট্যদল বহুবচন। নাটকটির নির্দেশক ছিলেন আরহাম আলো।

তিনি নেই, তবে তার সৃষ্টি আজও সমানতালে জনপ্রিয়। তার রচিত মিসির আলী সিরিজের অনন্য সৃষ্টি দেবী। উপন্যাসের মতো একটি অতিপ্রাকৃতিক বিষয়কে কেন্দ্র করে দেবী উপন্যাস। নাটকটিও সেভাবে গড়া। বুধবার ছিলো নাটকটির ১১১তম মঞ্চায়ন।

'দেবী' র কেন্দ্রীয় চরিত্র রানু। গল্পটি শুরু হয় এক মাঝরাতের বর্ণনা থেকে। রানুর অস্বাভাবিকতাকে অসুস্থতা ধরে নিয়ে আনিস সমস্যা সমাধানের জন্যে মিসির আলির শরণাপন্ন হন। এভাবেই এগোয় গল্প।

নাটকের নির্দেশক আরহাম আলো জানান, 'দেবী' নাটকটি অন্যতম জনপ্রিয় একটি মঞ্চনাটক। ১৯৯৪ সাল থেকে এটি দেশ ও বিদেশের অনেক মঞ্চ মাতিয়েছে।