DBC News
'সড়ক নিরাপত্তার দাবির সঙ্গে আমি একমত'

'সড়ক নিরাপত্তার দাবির সঙ্গে আমি একমত'

সড়ক নিরাপত্তার জন্য যে সব দাবি-দাওয়া পেশ করা হয়েছে, সে সব দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সংসদ সদস্যের নির্ধারিত প্রশ্নের উত্তরে এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'কোমলমতি ছেলেমেয়েরা সড়ক নিরাপত্তার জন্য যে সব দাবি পেশ করেছে আমি ব্যক্তিগতভাবে তাদের সে সব দাবির সঙ্গে একমত পোষণ করেছি। তাদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তা পূরণের জন্য তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক সংক্রান্ত ৯ দফা দাবির আধিকাংশই বাস্তবায়ন করা হয়েছে।'

এ সময় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীর আন্দোলনের প্রতি সরকারের ভূমিকা ইতিবাচক ছিল বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, 'পুরো ঢাকা ঘিরে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরি করে দেবো, যাতে সাধারণ মানুষের যাতায়তের সুবিধা হয়। মানুষ যাতে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে দ্র্র্রুত যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা করে দেবো।'

গত ২৯শে জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের জাবালে নূর পরিবহণের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। পরের দিন থেকে রাজধানীর সড়কে অবস্থান করে বেপরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালনা বন্ধসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে অনেকটা তড়িঘড়ি করে সড়ক পরিবহণ আইনের খসড়াটি অনুমোদন দেয় মন্ত্রিসভা।