DBC News
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

কক্সবাজার, চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে, আহত হয়েছে সাতজন।  

পুলিশ জানায়, সকালে কক্সবাজারের চকরিয়ায় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে অপর একটি ইজিবাইককে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই আলম অারও জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী মালবাহী কভার্ড ভ্যানটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ভেঙেচুরে গেলে ঘটনাস্থলেই এর তিন যাত্রী নিহত হন।

এছাড়া দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আর মরদেহ চিরিঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এর আগে, ভোরে চট্টগ্রামের মিরাসরাইয়ের জোরারগঞ্জে দু'টি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন মারা যান।  আহত হয় আরও দুইজন। এদিকে, মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ গোলাম মোস্তফা নামে সোনালি ব্যাংকের একজন কর্মচারি  নিহত হয়।