DBC News
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লুলা

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লুলা

ব্রাজিলে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। পাশাপাশি তার বদলে, তারই রানিং মেট ফার্নান্দো হাদ্দাদকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের বামপন্থি জনপ্রিয় এ রাজনীতিক।

মঙ্গলবার দেশটির ওয়ার্কাস পার্টির নেতা গ্লেইসি হফম্যান পুলিশ সদর দপ্তরের বাইরে লুলা ডি সিলভার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থা বিবিসি। সমর্থকদের সামনে কারাগারে থাকা লুলার এই চিঠি পড়ে শোনান নেতা গ্লেইসি হফম্যান।

এ সময় নতুন প্রেসিডেন্ট প্রার্থী হাদ্দাদও উপস্থিত ছিলেন। ৭২ বছর বয়সী লুলা ডি সিলভা দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন। 

এর আগে সপ্তাহ দুয়েক আগে ব্রাজিলের সাংবিধানিক আদালত সিদ্ধান্ত দেয়, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন লুলা। তবে সমর্থকদের কাছে তিনি এখনও জনপ্রিয়। নেতার মুক্তির দাবিতে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন তারা।

আগামী ৭ই অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।