DBC News
ফ্রান্সে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফ্রান্সে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে 'আমরা জিয়ার সৈনিক ফ্রান্স শাখা'র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স থেকে রেজাউল করিম জানান, প্যারিসের গার দো নর্দের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সংগঠনের আহ্বায়ক খান মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া মিল্টন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে ছিলেন মিজানুর রহমান শিকদার।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিক মিয়া, রুফিকুল ইসলাম, রুহুল আমিন, সোহেল আহমেদসহ ফ্রান্স বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।