DBC News
প্রেক্ষাগৃহে 'বেঙ্গল বিউটি'

প্রেক্ষাগৃহে 'বেঙ্গল বিউটি'

সংখ্যায় কম হলেও প্রেক্ষাগৃহে এসেছে নতুন সিনেমা ‘বেঙ্গল বিউটি’। 

এরই মধ্যে বেঙ্গল বিউটি’র শুটিং হয়েছে বাংলাদেশে। 

সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে এক বেতার কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের দ্বন্দ্ব-সংঘাত ও এক মেডিকেল ছাত্রীর সঙ্গে তার সম্পর্কের রসায়ন রূপায়ণ করা হয়েছে। 

ভিয়েতনাম যুদ্ধের চেতনার প্রতিফলন হওয়া চলচ্চিত্রে ঘটেছে রোমান্টিক গল্পের সমৃদ্ধ চিত্রায়ন।  যুক্তরাষ্ট্র প্রবাসী রাশান নূর পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাটিতে। 

কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া।  ছবিতে আরো অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জিএম শহিদুল আলম, নাজিবা বাশার, নায়ালা আজাদ প্রমুখ।