DBC News
দুই জেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩

দুই জেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩

রাজশাহী ও নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে শীর্ষ মাদক ব্যবসায়ী দুলাল মিয়া । গতকাল সোমবার গভীর রাতে মোহনপুরের ধুরইল মোড়ে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, ধুরইল মোড়ে টহল দেয়ার সময় একদল লোক তাদের দেখে পালানোর চেষ্টা করে। তাদের থামতে বলা হলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা, এ সময় র‌্যাবের টহল দলও পাল্টা গুলি ছোঁড়ে।

দুইপক্ষের গোলাগুলি শেষে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল মিয়াকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে। নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দরে পুলিশের সঙ্গে আলাদা বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত দুই যুবক ডাকাত দলের সদস্য।

আরও পড়ুন

জামাত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে গোপন বৈঠক চলার সময় জামাত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থ...

মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ নিয়ে প্রশ্ন

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ মাদক নিয়ন্ত্রণে কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ বলছে, ইয়াবা ও মাদক দ্রব্য আসা বন্ধ করতে সীমান্তে কঠোর অবস...

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পোনে ১১টার দিকে পুলিশ বাদি হয়ে চকবাজা...

নাইকো দুর্নীতি মামলা: আদালতে হাজির হননি খালেদা জিয়া

ঘুম থেকে উঠতে না পারেননি বলে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া হাজির হননি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। খালেদা জিয়া হাজির না হওয়...