DBC News
সিলেট-৪ আসনে সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ

সিলেট-৪ আসনে সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ

আগামী নির্বাচনে সিলেট-৪ আসনে মনোনয়নের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি থেকে মনোনয়ন আশা করছেন দুইজন।

জৈন্তা, গোয়াইনঘাট আর কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৪ আসন। পাথরের সাম্রাজ্যের পাশাপাশি জাফলং, বিছনাকান্দি, রাতারগুল জলাবনসহ সিলেটের বেশিরভাগ পর্যটনকেন্দ্র এই এলাকায়। এবারের নির্বাচনে বড় নিয়ামক হবে পাথর কোয়ারিগুলোতে ব্যাপক অনিয়ম আর পর্যটনকেন্দ্রে যাওয়ার বেহাল সড়ক।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। আইসিটি পার্কসহ যোগাযোগ অবকাঠামো ও আর্থ সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নই সাহস যোগাচ্ছে পাঁচবারের এই সংসদ সদস্যকে। আগামী নির্বাচনেও মনোনয়ন পাবেন বলে আশাবাদী তিনি।

সিলেট-৪ এর সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, ‘রাস্তার মধ্যে কিছুটা সমস্যা আছে, তবে এখন টেন্ডার হয়ে গেছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। সাড়ে সাত’শ কোটি টাকা দিয়ে ভোলাগঞ্জ রাস্তা হচ্ছে, আইটি পার্ক ওখানে হচ্ছে এবং গ্যাসও ওদিকে নিয়ে যাব।’

আর বিএনপির মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে ধানের শীষ প্রতীকে জয়ের ব্যাপারে আশাবাদী তারা ।

বিএনপির সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা যথেষ্ঠ ভালো নয়, অবকাঠামোর অবস্থা খারাপ, পরিবেশ দূষিত। এই ব্যপারে আমার সাধ্য মত চেষ্টা করবে যাতে করে এইগুলো উন্নত করা যায়। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে সেটা তারা প্রত্যাশা করতে পারে।’

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, ‘এবার যদি ভোলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়, তাহলে আমিই প্রথম ভোলা দলের স্থানীয় মনোনীত প্রার্থী হবো। এজন্য আমি আশা করি, জনগণ দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে নির্বাচিত করবে।’

এ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছয়বার, ধানের শীষ তিনবার ও লাঙল প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন একবার।

আরও পড়ুন

কালারস অ্যাওয়ার্ড পেলেন সাত নারী উদ্যোক্তা

কালারস প্লাটিনাম বিজনেস উইম্যান-২০১৯ পুরস্কার পেলেন সাত নারী উদ্যোক্তা।  সাতটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে। প্লাটিনাম বিজনেস উইম্যান অব দ্য ইয়ার খেতা...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   বিস্তারিত আসছে...

জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নেই: ফখরুল

জনগণের সঙ্গে সম্পর্ক নেই বলেই তাদের কাছে জবাবদিহিতাও নেই সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএ...

চট্টগ্রামে আজ বিএনপির সমাবেশ

চট্টগ্রামে ২৭ শর্তে দলীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করছে বিএনপি। শনিবার দুপুর ২টায় শুরু হয়ে সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। গত ৪ঠা জুলাই চট্টগ্রাম নাসিমন ভবন বা...