DBC News
'উপযুক্ত সময়ের অপেক্ষায় বিএনপি'

'উপযুক্ত সময়ের অপেক্ষায় বিএনপি'

রাজপথে আন্দোলন করতে এখনও উপযুক্ত সময়ের অপেক্ষায় বিএনপি। দাবি আদায়ের সেই আন্দোলন কখন কীভাবে শুরু হবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে নানা ইস্যুতে আন্দোলনের ডাক দিলেও, রাজনীতির মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে দাঁড়াতে পারেনি বিএনপি। তবে, ক্ষমতাসীনদের প্রতিরোধে এবার বিএনপি তাদের আন্দোলনে কৌশলগত পরিবর্তন আনার কথা ভাবছে।

এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি গত দশ বছর ধরে এই লড়াইটা লড়ছে। কখনও কখনও উত্থান পতন থাকতেই পারে। তবে সঠিক সিদ্ধান্ত নেয়াটা হল সবচেয়ে জরুরী বিষয়। সব কিছুতেই কীভাবে এগুনো উচিত তার একটা কৌশলের ব্যপার আছে।’

কেমন হবে সেই বদলে যাওয়া আন্দোলন! আর তা দৃশ্যমানই বা কবে হবে? জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পরিবর্তনগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসে। গণঅভ্যূত্থান দিয়ে আসে, আবার নির্বাচনের মধ্য দিয়ে একটা অভ্যূত্থান ঘটতে পারে। এটা আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। মূল বিষয়টা হল, মানুষ কীভাবে সংগঠিত হচ্ছে, কীভাবে তার দাবি দাওয়াগুলো নিয়ে উঠে আসছে। সেটা নির্বাচনের মধ্য দিয়ে বা রাস্তায় নেমে। কাল থেকে যে একটা বড় আন্দোলন শুরু হবে না, তারতো কোন অনিশ্চয়তা নেই!’ বিএনপি সেই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ আন্দোলন গড়ে তুলতে বিএনপিকে অবশ্যই একটা ভূমিকা পালন করতে হবে। কিন্তু মূল কাজটা করবে জনগণ। বিএনপি জনগণের সেই আস্থা অর্জন করে ফেলেছে। বিএনপিই এখন জনগণের কাছে একমাত্র বিকল্প।’

জনমতের বিরুদ্ধে অবস্থান নিলে, জনগণই ভোটের মাধ্যমে নয়তো রাজপথে তার জবাব দেয়- বলেও মন্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সিনিয়র নেতার।

আরও পড়ুন

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে শুধু অবাধ বা সুষ্ঠ নয় বরং অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ এর আগে অবাধ নির্বাচন কর...

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি লন্ডন...

'প্রার্থীদের মধ্যে সমঝোতা থাকা জরুরী'

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে সমঝোতা থাকাটা জরুরী বলে মনে করেন, রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান। আর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান বলেন, নির্বাচনে জয়...

'ইসি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবে'

প্রাতিষ্ঠানিক বিরোধীদল হিসেবে রাস্তায় দাঁড়ানোর সৎ সাহস বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ত...