DBC News
দেবলীনার সুরমূর্ছনায় মুগ্ধ দর্শক

দেবলীনার সুরমূর্ছনায় মুগ্ধ দর্শক

শিল্পী দেবলীনা সুরের একক সঙ্গীতানুষ্ঠান মুগ্ধ করেছে দর্শক শ্রোতাদের। সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামালর মিলনায়তনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পাশাপাশি পরিবেশিত হয় পুরনো দিনের আধুনিক গানও। গানগুলো মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো শিল্পীর নিজের লেখা ও সুর করা গানের পরিবেশন।

এছাড়া ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারের আয়োজনেও দেবলীনা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সহ নানা পর্যায়ের গান পরিবেশন করেন দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।