DBC News
বিদ্যুৎ উন্নয়নে এডিবির সঙ্গে ৩৫ কোটি ডলার ঋণচুক্তি সই

বিদ্যুৎ উন্নয়নে এডিবির সঙ্গে ৩৫ কোটি ডলার ঋণচুক্তি সই

বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি'র মধ্যে 'সাউথওয়েষ্ট ট্রান্সমিশন গ্রিড এক্সপানশন' প্রকল্পের জন্য ৩৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের-ইআরডি সচিব কাজি শফিকুল আযম এবং এডিবি'র পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এই চুক্তি সই করেন।

এছাড়াও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড-পিজিসিবি'র পক্ষে প্রধান প্রকৌশলী প্রনব কুমার রায় প্রকল্প চুক্তি সই করেন। 

ইআরডি সচিব শফিকুল আযম বলেন, 'দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমানে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছি। কিন্তু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আরও বিদ্যুৎ প্রয়োজন।'

এ সময়, এডিবিকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও বর্ণনা করেন শফিকুল আযম।

এডিবি'র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, 'যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিদ্যুৎ। তাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও বিদ্যুৎ প্রয়োজন।'

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সাউথওয়েষ্ট ট্রান্সমিশন গ্রিড এক্সপানশন প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ২০ লাখ ডলার।

এর মধ্যে এডিবি দিচ্ছে ৩৫ কোটি ডলার। এছাড়া জাপান ফান্ড ফর জয়েন্ট ক্রেডিট মেকানিজম-জেএফজেসিএম দিচ্ছে ৭০ লাখ ডলার এবং কোরিয়ান একটি তহবিল আরও ৫ লাখ ডলার অনুদান দিচ্ছে। বাকি ১৭ কোটি ৪৫ লাখ ডলার বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থাকে যোগান দিতে হবে।

আরও পড়ুন

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ও সড়ক পরিবহণ আইন সংসদে পাশ

বহুল আলোচিত 'ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮' ও 'সড়ক পরিবহণ আইন' সংসদে পাস হয়েছে আজ বুধবার। ডিজিটাল নিরাপত্তা আইন পাসে স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্থ হবেনা বলে...

'রোহিঙ্গাদের এদেশে দীর্ঘদিন থাকার সুযোগ নেই'

রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে থাকার কোনও সুযোগ নেই। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বিশ্বের সমর্থন রয়েছে। বুধবার জা...

‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

মোবাইল ফোনের নম্বর একই থাকবে, বদলে যাবে অপারেটর।  আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি নামের এই সেবা।  নিজেদের সম্পূর্ণ...

নতুন শিল্পনগরীর স্থান চূড়ান্ত এ মাসেই

নতুন দুটি চামড়া শিল্পনগরীর জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে প্রাথমিকভাবে ৬টি জায়গা বাছাই করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক।  এ মাসের মধ্যেই ত...