DBC News
বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত

বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে দুইজন। রবিবার দেশটির জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরোল শহরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

ছোট বিমানটিতে মোট ২২ জন আরোহী ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের ইরোল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নদীতে বিধ্বস্ত হয় এবং যাত্রীদের মরদেহগুলো নদী থেকে উদ্ধার করা হয়।

যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। গত বছর খারাপ আবহাওয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন আহত হয়।