DBC News
'খালেদার সুবিধায় কারাগারে বিচার হচ্ছে'

'খালেদার সুবিধায় কারাগারে বিচার হচ্ছে'

খালেদা জিয়ার সুবিধার্থে কারাগারে বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সকালে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিএনপি ইস্যু তৈরি করে জাতীয় নির্বাচনে গোলযোগ সৃষ্টি করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'তার অসুস্থতার কথা বিবেচনা করে তাকে এই কারাগারে রাখা হয়েছে। এ কারাগারে কর্নেল তাহের ও অনেক বড় বড় নেতার বিচার হয়েছে।'

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'খালেদা জিয়ার চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তিনি সেই প্রস্তাব নেননি। আমি যখন কুমিল্লা জেলে ছিলাম তখন আমার চিকিৎসাও বঙ্গবন্ধু মেডিকেলে হয়েছে। এর চেয়ে ভালো হাসপাতাল তো আর নেই। এখানে সব বড় বড় ডাক্তার আছেন। এখানে বড় বড় নেতাদের চিকিৎসা হয়েছে।'

তাকে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা দেয়া হবে কি না সেটা কারাগারের বিষয়। আর বিচার দেখছে আদালত, এটা সরকারের বিষয় না বলেও জানান তিনি। 

দেশে কেউ অরাজকতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, 'নির্বাচনের আগে বিএনপি গোলযোগ সৃষ্টি করতে চায়। এ সুযোগ তারা পাবে না। ঘোষিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ে বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির উচিত নির্বাচনের প্রস্তুতি নেয়া।'