DBC News
মদিনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা

মদিনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা

সৌদি আরবের মদিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবুল হাসেম সাওদাগর।  সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন।  প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।  বিশেষ অতিধথি ছিলেন আজগার আলী, আব্দুল মালেক মাদানী, মহি উদ্দিন মিন্টু।  আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।