DBC News
মঞ্চাস্থ হলো ‘আয়না বিবির পালা’

মঞ্চাস্থ হলো ‘আয়না বিবির পালা’

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চাস্থ হলো নারী জাগরণের নাটক ‘আয়না বিবির পালা’।  নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রবিউল আলম।  শৃঙ্খল ভাঙা এক প্রতিবাদী নারীর গল্প নিয়ে সাজানো হয়েছে নাট্যধারার ২০তম প্রযোজনা।

বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ঐতিহ্য ‘পালা’র প্রতি রয়েছে মানুষের গভীর ভালোলাগা। এই পালার প্রধান চরিত্র 'আয়না বিবি'।  লোকসাহিত্য সংকলন ময়মনসিংহ গীতিকার ‘আয়না বিবির পালা’ হলো নারীর প্রতি সমাজের অমানবিকতার অন্যতম দৃষ্টান্ত। তবুও কিছু নারী হয়ে ওঠে প্রতিবাদী।

'আয়না বিবি' লৌকিক গল্প বা কথন থেকে গ্রামীণ প্রেম-বিশ্বাসের পটভূমিকায় মৌখিকভাবে রচিত ও চর্চিত। গল্পের আবেদন বর্তমান পেশাবাদী আধুনিক যুগেও চলমান।

ভোগবাদী পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নের কথা কলমের খোঁচায় পত্রিকার কলামে, ফেসবুকের পাতায় বা ওয়েব লিংকে যতটা বলিষ্ঠতা পায়, বাস্তবে ততটা পায় না। নারী পুরুষের চেয়ে ক্ষমতায়-নেতৃত্বে কোনো অংশে কম নন, বরং পুরুষরা সেখানে অবনত বা সমান্তরাল। এমনটি এই নাটকটিতে উঠে এসেছে।