DBC News
চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে নড়াইলে নৌকা বাইচ

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে নড়াইলে নৌকা বাইচ

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। টানটান উত্তেজনায় নৌকা বাইচ উপভোগ করতে চিত্রা নদীর পাড়ে উপস্থিত হয় সব বয়সের মানুষ ।

নড়াইল ও আশেপাশের জেলার অর্ধশতাধিক নৌকা নিয়ে  মাঝি-মাল্লার দল ৫টি গ্রুপে বিভক্ত হয়ে মাতিয়ে তোলে চিত্রা নদী।  আর উৎসব নির্বিঘ্ন করতে এবং নদী পাড়ে শৃঙ্খলা রক্ষায় তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

দেশের হারানো ও বিলুপ্ত প্রায় এ ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষক হয়ে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের।