DBC News
শরীয়তপুরে ভাঙনের ঝুঁকিতে বহু স্থাপনা

শরীয়তপুরে ভাঙনের ঝুঁকিতে বহু স্থাপনা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গত কয়েক দিন ধরে চলছে পদ্মার ভয়াবহ ভাঙন। এরইমধ্যে ভাঙনে বিলীন হয়েছে বহুতল ক্লিনিক ও মার্কেটসহ তিন শতাধিক স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যবসা প্রতিষ্ঠানসহ আরও অনেক স্থাপনা।

পদ্মার আগ্রাসী ভাঙনে নির্ঘুম সময় কাটছে নড়িয়ার বাসিন্দাদের। নদীতে তীব্র স্রোত থাকায় চরম আতঙ্কে আছেন ভাঙন কবলিত এলাকার মানুষ।  

গত কয়েকদিনে ভাঙনে বিলীন হয়েছে মুলফৎগঞ্জ বাজারে ক্লিনিক ও মার্কেটসহ তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ঝুঁকিতে রয়েছে এ বাজারের আরও অন্তত পাঁচশো ব্যবসা প্রতিষ্ঠান। 

যেকোন মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে নদীর খুব কাছে থাকা ৫০ শয্যার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই আশঙ্কায় হাসপাতালটি থেকে সরিয়ে নেয়া হয়েছে সব রোগীকে। 

ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার কথা জানিয়েছেন নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।  
 

গত দুই মাসে নড়িয়ায় পদ্মার ভাঙনে গৃহহীন হয়েছে প্রায় চার হাজার পরিবার। নদীতে বিলীন হয়েছে নড়িয়া পৌরসভার দুইটি ওয়ার্ড, মোক্তারের চর ইউনিয়নের তিনটি ও কেদারপুর ইউনিয়নের ১২টি গ্রাম।