DBC News
এস এম সুলতান উৎসব

এস এম সুলতান উৎসব

নড়াইলে সুলতান উৎসবে মেতেছে সবাই। চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে চলছে চারদিনের এই উৎসব।

গত বুধবার থেকে শুরু হয়েছে এই উৎসব। উৎসবে রয়েছে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শতাধিক স্টলে নানা রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

উৎসবে প্রতি সন্ধ্যায় থাকছে নৃত্য-গীতের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনে উপস্থিত হতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ।

শুক্রবার উৎসবের তৃতীয় দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন। এতে অংশগ্রহণ করে ৫০০ শতাধিক শিশু।

এদিকে উৎসবের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশের নজরদারি রয়েছে বলে জানান নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন। আর নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক জানান, এই উৎসবের মধ্য দিয়ে বরেণ্য শিল্পী এসএম সুলতানের সার্বিক কর্মকান্ডই প্রতিফলিত হচ্ছে।

শনিবার উৎসবের শেষদিনে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে নৌকাবাইচ প্রতিযোগিতা।