DBC News
আবারো কোচের দায়িত্বে ম্যারাডোনা

আবারো কোচের দায়িত্বে ম্যারাডোনা

আবারও কোচের দায়িত্ব পেয়েছেন দিয়েগো ম্যারাডোনা। এবার মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

দোরাদোস ক্লাবটি ২০০৩ সালে গড়ে ওঠে।  ২০০৬ সালে খেলোয়াড় হিসেবে এখানে ছয় মাস ছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা।

২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা। সেবার কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যায় মেসিরা। 

এরপর সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাব ছাড়া কোনো দলের কোচের দায়িত্ব পালন করেননি। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর কোচ ছিলেন তিনি। তবে চলতি বছরের এপ্রিলে ক্লাবটির দায়িত্ব ছাড়েন তিনি।