DBC News
'রোহিঙ্গাই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু'

'রোহিঙ্গাই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু'

রোহিঙ্গা সংকটই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, এমনটাই মনে করেন বাংলাদেশে নতুন নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

গত ২৩শে আগস্ট সিনেট শুনানির এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।  সিনেট তাকে নিশ্চিত করলে, যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনের কাছে বিষয়টি অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। 

এ সময় তিনি আরও বলেন, মিয়ানমারকে অবশ্যই রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া, বাংলাদেশ, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে রোহিঙ্গা বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন মিলার। 

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূত নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট।  আর সিনেট তার মনোনয়ন নিশ্চিত করে। এই নিশ্চিতের জন্য শুনানির মুখোমুখি হতে হয় রাষ্ট্রদূতকে।