DBC News
রাজধানীতে দু-একটি সবজির দাম বাড়লেও স্থিতিশীল অন্যান্য সবজির দাম

রাজধানীতে দু-একটি সবজির দাম বাড়লেও স্থিতিশীল অন্যান্য সবজির দাম

রাজধানীতে পেঁয়াজ ও রসুনের দাম কমলেও, বেড়েছে আদার দাম। পাশাপাশি অন্যান্য চালের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে নাজিরশাইল চালের দাম। এদিকে দু-একটি সবজির দাম বাড়লেও স্থিতিশীল অন্যান্য সবজির দাম। অন্যদিকে মাছ আর মাংসের দামে তেমন হেরফের নেই এই সপ্তাহে।

কোরবানির ঈদ উপলক্ষ্যে এক দফা দাম বেড়েছিলো আদার। দামের সেই উর্ধ্বগতি এখনো অব্যাহত। ৯০ টাকা কেজি দরের আদা রাজধানীতে বিক্রি হচ্ছে ১শ' ৪০ টাকা কেজিতে।

তবে আদার ঝাঁঝ বাড়লেও কিছুটা কমেছে পেঁয়াজ আর রসুনের দাম।

এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে নাজিরশাইল চালের দাম। বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজিতে। তবে নাজিরশাইলের দাম বাড়লেও অপরিবর্তীত আছে অন্যান্য চালের দাম।

শিমের দাম কেজিতে ২০ টাকা বাড়লেও, কেজিতে ৪০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। এছাড়া বেগুন, করলা, পটল, ঝিঙে ও কাকরোল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে।

বাজারে মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। ছোট থেকে বড় আকারের প্রতিটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২শ' থেকে ১৫শ' টাকায়। এছাড়া রূপচাঁদা ৯শ', পাবদা, আইড়, বোয়াল, শিং ও মাগুর মাছ ৫শ' থেকে ৬শ', রুই ৩শ' ২০ আর কাতল মাছ বিক্রি হচ্ছে আড়াইশ' টাকা কেজিতে।

অপরিবর্তীত আছে মাংসের দাম। খাসির মাংস সাড়ে ৭শ' আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ' টাকা কেজিতে।