DBC News
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের একটি ব্যাংকে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।  

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে, সিনসিনাটি শহরের ফিফথ থার্ড ব্যাংকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ব্যাংক ভবনে ঢুকে প্রায় ডজনখানেক গুলি ছোড়ার পর ভবনের লবিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়। হামলার পরপরই ব্যাংকের আশেপাশের রাস্তা এবং ফুটপাতে চলাচল বন্ধ করে দেয়া হয়। 

হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। তবে স্থানীয় পুলিশকে এই ঘটনার তদন্তে সাহায্য করছে এফবিআই। 

সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট ইসাক বলেন, 'বন্দুকধারী ব্যাংক লবিতে প্রবেশের আগের স্থানে ফঁাকা গুলি ছোড়েন এবং সেখানেই তিনি ছোটাছুটি করতে থাকেন। যেহেতু আমাদের অফিসার এবং বন্দুকধারীর মধ্যে গুলি বিনিমযের ঘটনা ঘটেছে, তাই এখনই ঠিক বলা যাচ্ছে না যে বন্দুকধারী নিজের গুলিতে মার গেছেনে নাকি পুলিশের গুলিতে মারা গেছেন। সিনসিনাটি শহরের মেয়র জন ক্রানলে বলেন, বন্দুকধারী নির্দোষ ব্যক্তিদের গুলি করছিলেন এবং এটা খুবই ভয়ং্কর ব্যাপার।