DBC News
বাংলাদেশে বন্যা সতর্কতা

বাংলাদেশে বন্যা সতর্কতা

ভারতের ব্রহ্মপুত্র নদে পানি বেড়ে যাওয়ায়, বাংলাদেশে বন্যা সতর্কতা জারি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার নয়া দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে ফ্যাক্সের মাধ্যমে এ সতর্ক বার্তা দেয়া হয়। পরে এ সতর্কবার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ দূতাবাস।

নয়াদিল্লির বরাতে বাংলাদেশ দূতাবাস জানায়, চীনে ভারি বৃষ্টিপাতের কারণে স্যাংপো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  যা গত ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ।  ফলে গত সপ্তাহে আসামের ব্রহ্মপুত্র নদে পানি ছেড়ে দেয় চীন। এতে ব্রহ্মপুত্রের পাশাপাশি সিয়াং নদী এবং উপনদীগুলোতে স্রোত অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। তলিয়ে যায় ভারতের আসাম রাজ্যের চার জেলা।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, ভারতের আসামে ৪ থেকে ৫ দিন পর মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এসময় ব্রহ্মপুত্রের আসাম অংশে গৌহাটিতে ও অরুণাচলের দীব্রগড় পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে, ১২ সেপ্টেম্বর থেকে পদ্মা-ব্রহ্মপুত্র-যমুনা-তিস্তা সংলগ্ন অঞ্চল বন্যায় আক্রান্ত হবার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংশ্লিষ্টরা বলছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদীর নুনখাওয়া, চিলমারি, সারিয়াকান্দি, সিরাজগঞ্জ ও বাহাদুরাবাদের মতো স্পর্শকাতর পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে উত্তরের জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া ও মধ্যাঞ্চলের জামালাপুর, টাঙ্গাইল, ফরিদপুর, শরিয়তপুর, মানিকগঞ্জে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন

'মালয়েশিয়ায় লোক পাঠাবে বৈধ এজেন্সি'

 এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

'অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার'

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে ‘অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু’ হয়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিউ...

তিন মাসের শিশু নিয়ে জাতিসংঘের অধিবেশনে  প্রধানমন্ত্রী!

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিন মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে উপস্থিত হয়ে চমক দেখিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। সোমবার যুক্তরাষ্ট্রের ন...