DBC News
জাপানে ভূমিধসে নিহত ৮

জাপানে ভূমিধসে নিহত ৮

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে আট জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ১২০ নাগরিক।  হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  

স্থানীয় সময় বৃহস্পতিবার হোক্কাইডোতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ব্যাপক ভূমিধস দেখা দেয়। দ্বীপটির বেশিরভাগ এলাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর।  এছাড়া যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। 

এর আগে মঙ্গলবার জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানে। টাইফুন জেবির আঘাতে ১০ জনের প্রাণহাণি হয়। আহত হন আরও অন্তত তিনশ' জন।