DBC News
'নির্বাচনের তারিখ নিয়ে অর্থমন্ত্রীর কথা বলা ঠিক হয়নি'

'নির্বাচনের তারিখ নিয়ে অর্থমন্ত্রীর কথা বলা ঠিক হয়নি'

কমিশনের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচনের তারিখ নিয়ে কথা বলা ঠিক হয়নি অর্থমন্ত্রীর, বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর রেডিসন হোটেলে ফেমবোসা সম্মেলনের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচনের যে তারিখ জানিয়েছেন, তা জানানো তার ঠিক হয় নাই। তার বলা উচিত হয়নি। আমরা তাকে এই তারিখ বলার জন্য বলি নাই।'

অন্য এক প্রশ্নে সিইসি বলেন, ‘কেন তার (মুহিত) সাথে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা করব? এটা তিনি ভুল বলেছেন পরিষ্কার কথা।’

জাতীয় নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নে সিইসি বলেন, ‘আমাদের যা লোকবল আছে এ দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব।’

গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে ২৭শে ডিসেম্বর নির্বাচন হতে পারে বলে জানান অর্থমন্ত্রী।