DBC News
চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮.২৫% হতে পারে; পরিকল্পনামন্ত্রী

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮.২৫% হতে পারে; পরিকল্পনামন্ত্রী

চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক দুই পাঁচ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সকালে, রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশার কথা জানান। 

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, 'চলতি অর্থবছরে আমরা জিডিপি ৮.২৫ এ নিয়ে যেতে পারবো বলে আশা করছি। আমরা যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো করে দিয়েছি সেখানে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আট দশটাতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিনিয়োগ আসছে এবং সেখানে কাজও শুরু হয়েছে সুন্দর ভাবে। আর আগামী পাঁচ বছরে তা ৯ শতাংশে উন্নীত হবে।'

নির্বাচনের বছরে প্রবৃদ্ধি কমতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সব দেশেই নির্বাচন হয়, এটাই স্বাভাবিক। কয়েক দিন আগে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেছি। তখন সচিবদের বলেছি, নির্বাচন আমি করব, আপনারা নন। এবার নির্বাচনের বছরে জিডিপি প্রবৃদ্ধি যেন কমে না যায়। ইতিমধ্যে আগামী ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের টাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হিসাবে চলে গেছে। টাকার জন্য অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয়ে আসতে হবে না। তাই প্রকল্প বাস্তবায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। জিডিপি প্রবৃদ্ধিতে প্রভাব পড়বে না।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএসের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। বিবিএসের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে আগস্টে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫১ শতাংশ, আগস্টে তা দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশে।