DBC News
আর নির্বাচনে দাঁড়াবেন না অর্থমন্ত্রী

আর নির্বাচনে দাঁড়াবেন না অর্থমন্ত্রী

নির্বাচনে আর প্রার্থী হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার আসনে ভাই আবদুল মোমেন নির্বাচন করলে তিনি সমর্থন দেবেন। সেই সঙ্গে নির্বাচনকালীন সরকারে থাকার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে গ্রামীন ব্যাংকের এক বছরের ডিভিডেন্ট প্রদান অনুষ্ঠানে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি। 

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমি আর অংশগ্রহণ করছি না। আমার পরিবর্তে সিলেট-১ আসন থেকে আমার ছোট ভাই এ কে আবদুল মোমেন নির্বাচন করবে। তার প্রতি আমার সমর্থন আছে এবং থাকবে। তবে আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড ওই আসনে প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ 

এর আগে, গ্রামীন ব্যাংক কর্মকর্তারা অর্থমন্ত্রীর কাছে লভ্যাংশের ২৫ শতাংশ আর্থাৎ ছয় কোটি ২৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এই ব্যাংকে সরকারের শেয়ার রয়েছে ২৫ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, '২০০৯ সালে মন্ত্রী হওয়ার পর গ্রামীন ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেন তিনি। ধরা পড়ে ড. মুহাম্মদ ইউনুস অবৈধভাবে ব্যাংকে ছিলেন। তখন সিদ্ধান্ত নেয়া হয় ইউনুস ব্যাংকে থাকতে পারবেন না। মামলাও করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়।'

ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের কথা বলে বিএনপি যেটা বলছেন, সেটা অবাস্তব, অবান্তর ও বোগাস। নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। সেটা তাদের ভুল ছিল। তাই বলে কেউ তো বলছে না যে ওই নির্বাচন সুষ্ঠু হয়নি? শেখ হাসিনার অধীনে সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে।’