DBC News
'শুধু প্রভাবশালী নয়, জনপ্রিয় হতে হবে'

'শুধু প্রভাবশালী নয়, জনপ্রিয় হতে হবে'

শুধু প্রভাবশালী হলেই হবে না, জনপ্রিয়তা বিবেচনা করে জাতীয় নির্বাচনে মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী ও জেলা মহানগর নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 'যিনি বেশি গ্রহণযোগ্য, তাকেই মনোনয়ন দেয়া হবে। নিজেদের মধ্যে দলাদলি করে একজন আরেকজনকে, এক গ্রুপ আরেক গ্রুপকে অবাঞ্চিত ঘোষণা করবেন, এটা কোঠরভাবে বন্ধ করতে হবে।'

নির্বাচনকালীন সরকার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে এবং সেই সরকার কবে গঠিত হবে সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশন ঘোষণা করবে। বাইরের কেউ এ বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারবে না।'

তিনি জানান, দেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ তাই জাতীয় ঐক্য করতে হলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই করতে হবে। জাতীয় ঐক্যের নামে যা হচ্ছে তা রাজনৈতিক মেরুকরণ ছাড়া আর কিছুনা।

সম্প্রতি দিনাজপুর ও বরগুনায় আওয়ামী লীগের দুই সংসদ সদস্যকে অবাঞ্চিত ঘোষণা করে নিজ দলের একটি অংশ। এ বিষয়ে তিনি বলেন এভাবে কাউকে অবাঞ্চিত করার এখতিয়ার কারো নেই। কারো অভিযোগ থাকলে তা কেন্দ্রের দায়িত্বশীল নেতা জানাতে হবে।

আরও পড়ুন

কর্ণফুলী টানেলের মূল নির্মাণকাজ শুরু রবিবার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলের নির্মাণকাজ শুরু হচ্ছে রবিবার। টানেল বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প...

'আবাসিক ভবনে রাসায়নিক থাকলে কঠোর ব্যবস্থা'

পুরান ঢাকার আবাসিক ভবনে রাসায়নিক দ্রব্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।  পুরান ঢাকাকে নিরাপদ আবাসস্থল করতে...

'দুর্বলতা কাটাতে বিএনপির পুনর্গঠন চলছে'

সাংগঠনিক দুর্বলতা কাটাতে বিএনপি পুনর্গঠন চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ...

ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল

ডাকসু নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। দলীয় মনোনয়ন ফরম বিতরণও শুরু করেছে সংগঠনটি। কাল প্যানেল ঘোষণা করবে ছাত্রলীগ ও বাম ছাত্রসংগঠনগুলো। সোমবার মনোন...