DBC News
'৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা'

'৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা'

সরকার ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার, বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ভবিষ্যতে বিদ্যুৎ খাতে ভর্তুকি নাও থাকতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমানে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ৬ টাকা ২৫ পয়সা খরচ হচ্ছে কিন্তু সেখানে ৪ টাকা ৮২ পয়সায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সবাইকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে এ ভর্তুকি দেয়া হচ্ছে। তবে নাগরিকদের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে তা কমে আসা উচিৎ।

প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমানে দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে।  তিনি আরও জানান, বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমিয়ে এনেছে বর্তমান সরকার। আর প্রিপেইড মিটারের ব্যবহার বাড়ালে এর মাত্রা আরও কমে আসবে।'

'পাহাড়ি ও দুর্গম এলাকার জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ৫৩ লক্ষ সোলার বিদ্যুতর ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়ানো হবে।'

তিনি আরো জানান, দেশের চাহিদা মেটাতে ইতোমধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের মাধ্যমে নেপাল-ভুটান থেকে অল্প খরচে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। এসময় বিমসটেকে বিদ্যুৎ গ্রীড লাইন তৈরির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে।' 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এলপিজি উৎপাদনের জন্য ৫৬টি বেসরকারি কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে। ভবিষ্যত প্রজন্ম যেন সুন্দর এবং পরিচ্ছন্ন জীবন পায় সে লক্ষ্যে শত বছরের জন্য 'বদ্বীপ পরিকল্পনা -২১০০ সাল' প্রকল্প গ্রহণ করা হয়েছে।  এ সময় , বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।