DBC News
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখার একাংশ আলোচনা সভা করেছে।

সিডনি থেকে নাইম আবদুল্লাহ জানান, সোমবার ল্যকেম্বার বনফুল রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় ও আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তারুজ্জামান বাবুল।

আলোচনা সভায় আক্তারুজ্জামান বাবুল বলেন, কারাগারে বন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

খুলনা বিআইটির সাবেক ভিপি সোহেল ইকবাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাকির আলম লেনিনসহ অন্যরা এ সময় বক্তব্য রাখেন।