DBC News
মালয়েশিয়ায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি মালয়েশিয়া শাখা ও তার অঙ্গ সংগঠন সমূহ।

মালয়েশিয়া থেকে মোস্তাক রয়েল জানান, সোমবার স্থানীয় একটি রেঁস্তোরায় মাওলানা মোঃ ইসহাক এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও জাতীয় এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ঘাটাইল বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদল মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাজি সৈয়দ জাকিরুল আলম, সেলিম ভুঁইয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংঠনের নেতা-কর্মীরা।