DBC News
ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের চড়ুইভাতি অনুষ্ঠিত

ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের চড়ুইভাতি অনুষ্ঠিত

ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের সংগঠন প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে প্যারিসে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স থেকে রেজাউল করিম জানান, স্থানীয় একটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় তিন হাজার প্রবাসী। নানা কর্মসূচির মধ্যে ছিল প্রীতিভোজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওভারবিলা সহকারী মেয়র সুফিয়ান কারিমি। এ সময় কমিউনিটির সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান প্যারিস বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহিরসহ অনেকেই।