DBC News
দলীয় মনোনয়ন পেতে চেষ্টার কমতি নেই প্রার্থীদের

দলীয় মনোনয়ন পেতে চেষ্টার কমতি নেই প্রার্থীদের

সুনামগঞ্জ-৩ আসনে দলের মনোনয়ন পেতে চেষ্টার কমতি নেই সম্ভাব্য প্রার্থীদের। এ উপলক্ষ্যে ইতিমধ্যেই তারা শুরু করেছেন প্রচার-প্রচারণাও । বড় দুই রাজনৈতিক দলেই রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী।

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৩ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ আসনের বর্তমান সংসদ সদস্য। আসছে নির্বাচনেও মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে বর্তমান সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন,  আমি আমার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য কাজগুলো করেছি। এ কারণে আমি যথেষ্ট আশাবাদী যে আমি আগামী সংসদ নির্বাচনে আমিই মনোনয়ন পাব। তবে, দলীয় সভাপতি কোন আসনে কাকে মনোনয়ন দেবেন সেটা দল এবং তঁার সিন্ধান্তের বিষয়।'

এ সময় নিজেকে নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান এমএ মান্নান।

এছাড়া, এই আসনে মনোনয়ন চান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের বড় ছেলে আজিজুস সামাদ আজাদ ডনসহ আরও তিনজন।

এদিকে বিএনপি থেকে মনোনয়ন চান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলী আহমদসহ অন্তত সাতজন মনোনয়ন প্রত্যাশী।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলী আহমদ বলেন, 'আমি এই এলাকার প্রতিটি গ্রামে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি। নিজেকে এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ত জানিয়ে বলেন, 'আমি আশাবাদী, আমাকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে আমি এই আসন থেকে অবশ্যই নির্বাচিত হবো।

আর ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে তৎপর রয়েছেন জমিয়তে উলামায়ের শাহীনুর পাশা।

শাহীনুর পাশা জানান, যদি বিশ দলীয় জোট থেকে তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে এই আসনের জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তাকেই নির্বাচিত করবে । এলাকার জনগণকে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলেও জানান শাহীনুর পাশা।

এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ। তাঁর মৃত্যুর পর উপ নির্বাচনে জয়ী হন জমিয়তে উলামায়ের শাহীনুর পাশা চৌধুরী। আর নবম ও দশম সংসদ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের এম এ মান্নান।

আরও পড়ুন

জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নেই: ফখরুল

জনগণের সঙ্গে সম্পর্ক নেই বলেই তাদের কাছে জবাবদিহিতাও নেই সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএ...

চট্টগ্রামে আজ বিএনপির সমাবেশ

চট্টগ্রামে ২৭ শর্তে দলীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করছে বিএনপি। শনিবার দুপুর ২টায় শুরু হয়ে সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। গত ৪ঠা জুলাই চট্টগ্রাম নাসিমন ভবন বা...

ত্রাণের অপেক্ষায় বানভাসীরা

দেশের প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করলেও, ডুবে রয়েছে মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। দেখা দিয়েছে খাদ্য সংকট ও পানিবাহিত অসুখ-বিসুখ। ত্রাণের অপেক্ষায় বানভাসী লাখো...

বিদ্যুতের অবৈধ সংযোগে প্রাণ গেল বাবাসহ দুই ছেলের

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায়, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাহানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পল্লী...