DBC News
দলীয় মনোনয়ন পেতে চেষ্টার কমতি নেই প্রার্থীদের

দলীয় মনোনয়ন পেতে চেষ্টার কমতি নেই প্রার্থীদের

সুনামগঞ্জ-৩ আসনে দলের মনোনয়ন পেতে চেষ্টার কমতি নেই সম্ভাব্য প্রার্থীদের। এ উপলক্ষ্যে ইতিমধ্যেই তারা শুরু করেছেন প্রচার-প্রচারণাও । বড় দুই রাজনৈতিক দলেই রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী।

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৩ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ আসনের বর্তমান সংসদ সদস্য। আসছে নির্বাচনেও মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে বর্তমান সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন,  আমি আমার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য কাজগুলো করেছি। এ কারণে আমি যথেষ্ট আশাবাদী যে আমি আগামী সংসদ নির্বাচনে আমিই মনোনয়ন পাব। তবে, দলীয় সভাপতি কোন আসনে কাকে মনোনয়ন দেবেন সেটা দল এবং তঁার সিন্ধান্তের বিষয়।'

এ সময় নিজেকে নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান এমএ মান্নান।

এছাড়া, এই আসনে মনোনয়ন চান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের বড় ছেলে আজিজুস সামাদ আজাদ ডনসহ আরও তিনজন।

এদিকে বিএনপি থেকে মনোনয়ন চান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলী আহমদসহ অন্তত সাতজন মনোনয়ন প্রত্যাশী।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলী আহমদ বলেন, 'আমি এই এলাকার প্রতিটি গ্রামে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি। নিজেকে এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ত জানিয়ে বলেন, 'আমি আশাবাদী, আমাকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে আমি এই আসন থেকে অবশ্যই নির্বাচিত হবো।

আর ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে তৎপর রয়েছেন জমিয়তে উলামায়ের শাহীনুর পাশা।

শাহীনুর পাশা জানান, যদি বিশ দলীয় জোট থেকে তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে এই আসনের জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তাকেই নির্বাচিত করবে । এলাকার জনগণকে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলেও জানান শাহীনুর পাশা।

এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ। তাঁর মৃত্যুর পর উপ নির্বাচনে জয়ী হন জমিয়তে উলামায়ের শাহীনুর পাশা চৌধুরী। আর নবম ও দশম সংসদ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের এম এ মান্নান।

আরও পড়ুন

'নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে'

ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে, রাজধানীর ধানমণ্ডিতে দলীয়...

'আইন লঙ্ঘন করেছেন তারেক রহমান'

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে তারেক রহমান আইন লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন...

সেই আলোচিত হেলমেটধারী আটক

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় সেই আলোচিত হেলমেটধারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় ঐ যুবক হেলমেট পরে পুলিশের...

চারজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দেশের চারটি জেলা চট্টগ্রাম, সাতক্ষীরা, রংপুর এবং নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক পিইসি পরীক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে, চট্টগ্রামের পোর্ট কলোনী এলাকায় ব...