DBC News
বিদ্যুৎ উৎপাদনের ৪৩ শতাংশ বেসরকারি খাতের

বিদ্যুৎ উৎপাদনের ৪৩ শতাংশ বেসরকারি খাতের

দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৪৩ শতাংশই বেসরকারি খাতের। গেল ১০ বছরে বেসরকারি খাত থেকে উৎপাদনে এসেছে ৬৫টি বিদ্যুৎকেন্দ্র। আর নির্মাণাধীন ৫৫টি বিদ্যুৎকেন্দ্রের বেশিরভাগই বেসরকারি খাতের। বিশেষজ্ঞদের আশংকা উৎপাদন ক্ষমতার অর্ধেকের বেশি বেসরকারি খাতের হয়ে গেলে বেকায়দায় পড়তে পারে বিদ্যুৎ খাত।

আগস্ট মাসে, গাজীপুরের কড্ডায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার একটি চালু করে বেসরকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ার। শুধু সামিটেরই মোট ৯৭৬ মেগাওয়াট ক্ষমতার ১৫টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সারাদেশে। 

এই মুহূর্তে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৮৫৯ মেগাওয়াট। যার ৬ হাজার ৮৭৭ মেগাওয়াট বিদ্যুৎ যোগান দেয়ার সামর্থ্য রাখে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। উৎপাদনে রয়েছে দেশি-বিদেশী অর্ধশত কোম্পানি।

এর বাইরে তৈরি হচ্ছে ৫৫টি বিদ্যুৎকেন্দ্র, যার ৩৯টি কেন্দ্রই বেসরকারি উদ্যোগের। এগুলোর কাজ শেষ হলে মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৭ হাজার ৪৩ মেগাওয়াট। আর বেসরকারি খাতের অংশীদারিত্ব দাঁড়াবে ৫১ শতাংশে। তারপর দরপত্র প্রক্রিয়াধীন আরও ১৯টি কেন্দ্রের। ফানের্স ওয়েল, গ্যাস নির্ভরতার পাশাপাশি নতুন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র হবে সৌরশক্তি নির্ভর।

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, 'বিদ্যুৎক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এত বেশি প্রাধান্য দিলে আমরা অর্থনৈতিক এবং এনার্জি ইনসিকি্‌উরিটির মধ্যে চলে আসতে পারি। আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে পঞ্চাশ ভাগ বিদ্যুত যাতে প্রাইভেট খাত উৎপাদন না করে। আমাদের সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো যেন সাফার না করে।'

বিদ্যুৎখাতের মত জ্বালানিতেও বেসরকারি অংশীদারিত্ব বড় হচ্ছে। সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জ্বালানি সরবরাহে যুক্ত হচ্ছে দেশি-বিদেশি কোম্পানি।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, 'আমরা এতদিন গ্যাসের ওপর নিরর্ভরশীল ছিলাম। পুরোপুরি দেশীয় গ্যাসের ওপর নিরর্ভরশীল ছিলাম। বিদেশিদের ওপর অতটা নিরর্ভরশীলতা ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিদেশ থেকে আমদানি করা এলএনজি আমাদেরকে ডমিনেট করবে। এর সঙ্গে যেটা বাড়বে, সেটা আমদানি করা কয়লা। অদূর ভবিৎষ্যতে আমরা নব্বই শতাংশ বা তারও বেশি জ্বালানি খাতে আমদানী নির্ভরশীল হয়ে পড়বো।'

অনুসন্ধান ও উত্তোলনে দক্ষতা অর্জন করতে পারলে চাহিদার বড় অংশই নিজেদের জ্বালানি দিয়ে পূরণ করা সম্ভব বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন

'বিএনপি-জামাত জোট নমিনেশন নিলামে তুলেছিল'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র নিলামে তুলেছিল বিএনপি-জামাত জোট-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে যত বেশি টাকা দিয়েছে, তাকেই জোট থেকে নমি...

'নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার'

নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার এমন মন্তব্য করে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সরকার নাগরিক অধিকার বঞ্চিত করে সংবিধান লঙ্ঘন করেছে। শুক্রবার বিকে...

রপ্তানির সম্ভাবনাময় খাত তথ্যপ্রযুক্তি

২০২১ সাল নাগাদ তথ্য ও প্রযুক্তিপণ্য রপ্তানির লক্ষ্য পূরণ করতে হলে আগামী ৩ বছরে ৫ গুণ বাড়াতে হবে রপ্তানি। সেজন্য পুরো দেশকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার দা...

বাংলাদেশের সীমান্তেই বাণিজ্য বাধা বেশি

আমদানি রপ্তানি বাণিজ্যে সুযোগ সুবিধার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিশ্লেষকরা বলছেন, গত দশ বছরে, অ...