DBC News
পাঁচ দিনব্যাপী আইডিএলসি নাট্যোৎসব ২০১৮ শুরু

পাঁচ দিনব্যাপী আইডিএলসি নাট্যোৎসব ২০১৮ শুরু

শুরু হলো পাঁচ দিনব্যাপী আইডিএলসি নাট্যোৎসব ২০১৮। মঙ্গলবার বিকেলে, শিল্পকলা একাডেমির নাট্যশালা মঞ্চে উদ্বোধন হয় এ উৎসবের।

'নাট্যমঞ্চ হোক আনন্দ উৎস' এ শ্লোগানে এ উৎসবের আয়োজক শিল্পকলা একাডেমি। দর্শনী ছাড়াই উৎসবে নাটক দেখতে পারবে দর্শক। এ নিয়ে নানা জনের নানা মত। তবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের এমডি মনে করেন এর মধ্য দিয়েই তরুণ প্রজন্ম উদ্ধুদ্ধ হবে থিয়েটারে।

তবে দর্শনীর বিনিময়েই নাটক দেখার পক্ষে উৎসবে অংশ নেয়া নাটকের দল। এ উদ্যোগকে সাধুবাদ জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হয় প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘হাছনজানের রাজা’ ও জাতীয় নাট্যশালার মূল হলে রাত সাড়ে ৮টায় মঞ্চায়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের নাটক ‘দ্য লোয়ার ডেপথ্’।

পরের দিন বুধবার এক্সপেরিমেন্টাল হলে বিকেল ৫টায় মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ ও জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় থাকবে পলাকারের নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’ মঞ্চস্থ হবে বৃহস্পতিবার বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবে ঢাকা থিয়েটারের ‘পঞ্চনারী আখ্যান’। শুক্রবার বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চে উঠবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘দ্য এ্যালকেমিস্ট’। এদিন জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে নাট্যদল থিয়েটারের নাটক ‘মুক্তি’। উৎসবের শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ ও রাত সাড়ে ৮টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে নাগরিকের নাটক ‘ওপেন কাপল’।
 
উৎসবে অংশ নেবে পালাকার, বটতলা, ঢাকা থিয়েটার, প্রাচ্যনাট, নাগরিক নাট্য সম্প্রদায় সহ আটটি দল। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের।