DBC News
খুলনা-৪: উপনির্বাচনে সালাম মুর্শেদী জয়ী

খুলনা-৪: উপনির্বাচনে সালাম মুর্শেদী জয়ী

খুলনা-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাম মুর্শেদীকে নির্বাচিত ঘোষণা করেন। 

নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী বলেন, 'যেহেতু আর কোনো প্রার্থী ছিল না, তাই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এক দিন আগেই সালাম মুর্শেদীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সব কাগজপত্রও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে নিয়মের কোনো লঙ্ঘন হয়নি।'

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আর অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তফসিল ঘোষণা হয়ে গেলে দশম জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের কার্যকারিতা অনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে। এই হিসাবে প্রায় দুই মাসের মতো সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করতে পারবেন আব্দুস সালাম মুর্শেদী।

গত ২৬শে আগস্ট এই আসনের মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আবদুস সালাম মুর্শেদী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।আরও দুই-একজন প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা তা জমা দেননি। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। 

এই আসনের সংসদ সদস্য এস.এম মোস্তফা রশিদী সুজা গত ২৭শে জুলাই রাতে মারা যান। এস.এম মোস্তফা রশিদী সুজা এই আসন থেকে ১৯৯১, ৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৬শে আগস্ট। ২৮শে আগস্ট ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন।

আরও পড়ুন

'দুর্বলতা কাটাতে বিএনপির পুনর্গঠন চলছে'

সাংগঠনিক দুর্বলতা কাটাতে বিএনপি পুনর্গঠন চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ...

ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল

ডাকসু নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। দলীয় মনোনয়ন ফরম বিতরণও শুরু করেছে সংগঠনটি। কাল প্যানেল ঘোষণা করবে ছাত্রলীগ ও বাম ছাত্রসংগঠনগুলো। সোমবার মনোন...

কর্ণফুলী টানেলের মূল নির্মাণকাজ শুরু রবিবার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলের নির্মাণকাজ শুরু হচ্ছে রবিবার। টানেল বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প...

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ঢাকার ধামরাই, টাঙ্গাইল, চট্টগ্রাম, হবিগঞ্জ ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে আরও ২৫ জন। আজ শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথ...