DBC News
সাংবাদিক মামুনুর রশীদ মারা গেছেন

সাংবাদিক মামুনুর রশীদ মারা গেছেন

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির জেষ্ঠ্য প্রতিবেদক মামুনুর রশীদ মারা গেছেন। সোমবার রাত ১১টায় রাজধানীর শ্যামলি হৃদরোগ ইন্সটিটিউটে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

মামুনুর রশীদের মরদেহ বারডেম হাসপাতালে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ইটিভি ভবনে প্রথম নামাযে জানাজা এবং ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া নেয়া হবে। সেখানে বাদ মাগরিব জানাজা শেষে তার দাফন হওয়ার কথা রয়েছে।  

মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন। ২০১৬ সালে একুশে টেলিভিশনে যোগ দেন তিনি। এর আগে বাংলাভিশন এবং এশিয়ান টেলিভিশনেও সাংবাদিকতা করেছেন তরুণ এই সাংবাদিক।