DBC News
টোকিওতে জাতীয় শোক দিবস পালিত

টোকিওতে জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে জাপান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি।

টোকিও থেকে আব্দুল্লাহ আল মামুন জানান, রাজধানী টোকিওর আকাবানে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের আহ্বায়ক সামসুল আলম ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু। 

বক্তব্য রাখেন, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উপদেষ্টা সাকুরা সাবের, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম, যুবলীগের সভাপতি বিএম শাজাহান, সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা।