DBC News
ভুয়া ছবি প্রকাশের জন্য ক্ষমা চাইলো মিয়ানমার সেনাবাহিনী

ভুয়া ছবি প্রকাশের জন্য ক্ষমা চাইলো মিয়ানমার সেনাবাহিনী

রোহিঙ্গা সঙ্কট নিয়ে 'মিয়ানমার পলিটিকস অ্যান্ড দ্য টাটমাডো: পার্ট ওয়ান' শিরোনামে প্রকাশিত বইয়ে দুটি ছবি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপত্র 'দ্য মিয়াওয়াদি ডেইলি' প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 'এই ভুলের জন্য পাঠক এবং ছবি দু'টির আলোকচিত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।'

গেল ২৭শে আগস্ট জাতিসংঘের প্রতিবেদনে রোহিঙ্গা নিপীড়নকে মিয়ানমারের জেনারেলদের গণহত্যা হিসেবে মন্তব্য করা হয়। এক সপ্তাহের মাথায় মিয়ানমার সেনাবাহিনীর প্রকাশিত বইতে ইতিহাসের নির্লজ্জ মিথ্যাচার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

রোহিঙ্গা সঙ্কটের তথ্য প্রকাশের ঘোষণা দিয়ে গেল জুলাই মাসে মিয়ানমার সেনাবাহিনী 'মিয়ানমার পলিটিকস অ্যান্ড দ্য টাটমাডো: পার্ট ওয়ান' নামে একটি বই প্রকাশ করে। যেখানে অন্য দেশের দুটি পুরনো ছবি ব্যবহার করে রাখাইনে রোহিঙ্গাদের নিয়ে মিথ্যা ছবি ব্যবহার করা হয়। আর একটি ছবির ক্যাপশনেও দেয়া ভুয়া তথ্য।

মিয়ানমার সেনাবাহিনীর প্রকাশিত বইটিতে বাংলাদেশ ও তানজানিয়ার দু'টি ছবিকে রোহিঙ্গাদের ছবি হিসেবে উপস্থাপন করা হয়। এর একটিতে একাত্তরের মুক্তিযুদ্ধে বুড়িগঙ্গা নদীতে ভাসমান মরদেহের ঐতিহাসিক ছবিটিকে ১৯৪০ এর দশকে বৌদ্ধদের বিরুদ্ধে রোহিঙ্গাদের হত্যাযজ্ঞের ছবি হিসেবে উল্লেখ করা হয়। আরেকটি ছবিতে রুয়ান্ডার হুতি শরণার্থীদের তানজানিয়া যাত্রার ছবিকে রাখাইনের মুসলিম রোহিঙ্গাদের 'বাঙালি অবৈধ অভিবাসী' হিসেবে উল্লেখ করা হয়।